জাপানের সমুদ্র সৈকতে ভেসে এসেছে গডজিলার ডিমের মত দেখতে অদ্ভুত এই ধাতব বল!জাপানের এক হামামাতসু শহরের এনশু সৈকতে অদ্ভুত দেখতে এই ধাতব বল ভেসে এসেছে৷ বলটির ব্যাস প্রায় ১.৫ মিটার। দেখে মনে হচ্ছে এটির গায়ে মরচে ধরেছে। তাই, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি লোহার তৈরি। এক্সরে করে দেখা গেছে বলটি ফাপা এবং ভিতরে কিছু নেই। বলটি পরীক্ষার জন্য সেটির চারপাশে ২০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ অবশ্য এটি যে বিস্ফো*রক নয় সেটা নিশ্চিত করা সম্ভব হয়েছে৷ তবে আদতে যে এটি কী সেটা এখনও জানা সম্ভব হয়নি!
Collected by:
SH. Arif