Updated on Thu, Aug 24 2023
চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। এটি পৃথিবী থেকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে মহাশূন্যে ঘুরছে। এবং এটি আকারে পৃথিবীর ৫০ ভাগের এক ভাগ।
এতে আছে ছাই, পাথর, পাহাড়, গুহা এবং সমুদ্রের বিশাল বড় বড় খাদ।
চাঁদে পানি এবং বাতাস নেই। সেখান আজ পর্যন্ত প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মহাশূন্যে ভাসমান উড়ন্ত পাথরের আঘাতে প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত হয় আমাদের ভালোলাগার প্রিয় চাঁদ। কিন্তু দূরত্বের কারণে পৃথিবী থেকে চাঁদের দুঃখজনক চেহারা আমরা দেখতে পাইনা।
চাঁদে বায়ুমন্ডল নেই বলে চাঁদ নিজ দেহকে মহাজাগতিক পাথর খণ্ড বা গ্রহাণুপুঞ্জের সরাসরি আক্রমণ থেকে রক্ষা করতে পারেনা। তাই সমগ্র চাঁদের পৃষ্ঠ মহাকাশীয় পাথর এবং ধূমকেতুর আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে।
অদূর ভবিষ্যতে যদি চাঁদের বায়ুমন্ডলে অক্সিজেন তৈরি হয় তবেই চাঁদকে বিভিন্ন ধরনের উল্কার হাত থেকে রক্ষা করা যাবে।

Collected by: SH. Arif
< Back to Home